“সবাই দ্রুত সফল হতে চায়, কিন্তু কেউ ধৈর্যের সঙ্গে শিকড় গড়ে তুলতে চায় না। মনে রাখবেন, যে গাছ যত শক্ত শিকড়ে দাঁড়িয়ে থাকে, ঝড়েও সে গাছ টিকে যায় — তেমনি, জীবনের ভিত যত মজবুত হবে, সাফল্যও তত দীর্ঘস্থায়ী হবে।”
“সমাজ তখনই আপনাকে মূল্য দেবে, যখন আপনি নিজেকে মূল্য দিতে শিখবেন। আত্মসম্মান ও আত্মবিশ্বাসের চর্চা ছাড়া আপনি যতই প্রতিভাবান হন না কেন, পৃথিবী আপনাকে গুরুত্ব দিতে জানবে না।”
“জীবনের প্রতিটি দিন একেকটি পরীক্ষার মতো — কখনো পরিস্থিতি আপনার পক্ষে থাকবে না, কখনো মানুষজন সঙ্গ দেবে না, তবু আপনাকে নিজের বিশ্বাস নিয়ে এগোতেই হবে। কারণ দিনশেষে, আপনি নিজেই নিজের সবচেয়ে বড় শক্তি।”
বিশ্বকাপ বাছাই পর্বে চলতি মাসে দুটো করে ম্যাচ খেলবে ব্রাজিল এবং আর্জেন্টিনা, দেখে নিন সময়সূচি....... <br> <br>#FIFAWorldCup2026 #WorldCupQualifiers #football #BRAvsECU #BRAvsPAR #ARGvsCHI Good Morning