Udforsk fængslende indhold og forskellige perspektiver på vores Discover-side. Afdække friske ideer og deltag i meningsfulde samtaler
মানুষের সাফল্য অর্জনের পথে সবচেয়ে বড় বাধা কোনটা জানেন? কোনো কাজ পরে করব ভেবে ফেলে রাখা। এই যেমন:
* আগামীকাল থেকে সকালে উঠে দৌড়াব।
* পরের মাস থেকে নতুন কিছু শিখব।
* আগামী বছর একটা বিজনেস শুরু করব বা চাকরি পাব।
* পরের বার অবশ্যই ভালো পরীক্ষা দেব।
কিন্তু ওই "একদিন" কখনোই আসে না আপনার জীবনে। আর এই "অপেক্ষা", এই "আগামীকাল" আপনার জীবনের সবচেয়ে বড় প্রতারক।
এই ভাইগুলো আর আমাদের মাঝে নেই। 😔
তার জেনো ওইপারে ভালো থাকে। 🤲
সবমিলিয়ে একটাই কথা বলতে চাই,
বিশেষ কোনো প্রয়োজন ছাড়া অনেক জোরে বাইক চালাবেন না।
হতে পারে এইটাই আপনার জীবনের শেষ বাই রাইড,
আপনার কারণে একটি মায়ের কোল শুন্য হয়ে যাবে,
একটি বাবার অর্ধেক ক্ষমতা কমে যাবে।
সামান্য উত্তেজনার বিনিময়ে আপনাকে আপনার জীবন বিসর্জন দিতে হতে পারে।
সবার কাছে এই সতর্কতার বাণী পৌছে দিন।
এই ভাইগুলো আর আমাদের মাঝে নেই। 😔
তার জেনো ওইপারে ভালো থাকে। 🤲
সবমিলিয়ে একটাই কথা বলতে চাই,
বিশেষ কোনো প্রয়োজন ছাড়া অনেক জোরে বাইক চালাবেন না।
হতে পারে এইটাই আপনার জীবনের শেষ বাই রাইড,
আপনার কারণে একটি মায়ের কোল শুন্য হয়ে যাবে,
একটি বাবার অর্ধেক ক্ষমতা কমে যাবে।
সামান্য উত্তেজনার বিনিময়ে আপনাকে আপনার জীবন বিসর্জন দিতে হতে পারে।
সবার কাছে এই সতর্কতার বাণী পৌছে দিন।
A product of Asiasmartbusiness Pvt Ltd
Marketed by Le Laya Bharat Ltd