যোগ্যতা কম থাকুক,
তবুও আচরণ যেনো সুন্দর হয়...
★চাকরি না হোক,
চরিত্র যেনো ঠিক থাকে।
★ডিগ্রি না থাকুক,
দৃষ্টিভঙ্গি যেনো মার্জিত হয়।
★পদ না থাকুক,
পথচলা যেনো নম্রতায় ভরা থাকে।
"মানুষ বড় হয় আচরণে,
ডিগ্রিতে নয়।"
স্মার্টনেস নয় — ভদ্রতা মানুষকে আসল অর্থে স্মার্ট করে তোলে।
নিজের আচরণে আলাদা হোন,
ভিড়ে নয় — হৃদয়ে জায়গা করে নিন।
কলমে জুবলী আক্তার
স্বপ্ন মানুষকে বাঁচতে শেখায়
