💖 ২১. রিকশায় দেখা প্রতিদিন কলেজ থেকে ফিরতে গিয়ে মেয়েটা রিকশায় উঠে। রিকশার পেছনে ছেলেটা সাইকেল চালায়, চুপচাপ তাকিয়ে থাকে। একদিন মেয়েটা বলে, “এই যে, আমি আপনাকেই খুঁজছিলাম।”
তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়: সিরিয়ার সাথে একটি যৌথ অভিযানের কেন্দ্র স্থাপন নিয়ে একটি চুক্তি হয়েছে এবং তিশরিন বাঁধ সিরিয়া সরকারের কাছে হস্তান্তরের বিষয়টি আমরা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি।