Menemukan posting

Jelajahi konten menawan dan beragam perspektif di halaman Temukan kami. Temukan ide-ide segar dan terlibat dalam percakapan yang bermakna

💌 ৮. এক কাপ চা, দু’জনের গল্প
চায়ের দোকানে এক কাপ চা নিয়ে দুজন বসে থাকে প্রতিদিন। দোকানদার জানে, এটা এক কাপ চায়ের দামে কোটি টাকার ভালোবাসা।

💌 ৭. চশমার ফ্রেম
মেয়েটার চশমা ভেঙে যায়। ছেলেটা নিজের ফ্রেম দিয়ে দেয়। মেয়েটা অবাক হয়ে বলে, “তুই তো অন্ধ হয়ে যাবি!”
ছেলেটা হাসে, “ভালোবাসা এমনিতেই অন্ধ, না?”

💌 ৬. বৃষ্টির দিন
ছেলেটা ছাতা নিয়ে দাঁড়িয়ে ছিল, মেয়েটা ছাতা ভুলে এসেছিল। ছেলেটা ছাতা এগিয়ে দিল। দুজনে ভেজা পায়ে হেঁটে গেল—ভালোবাসার প্রথম বৃষ্টি!

image

💌 ৫. ১০ টাকার চা
দীপু প্রতিদিন স্কুলের পেছনের চায়ের দোকানে দাঁড়ায়, শুধু লিলিকে দেখার জন্য। একদিন লিলি বলল, “তুই কি চা খাস, না আমায় দেখতে আসিস?”
দীপু: “দুটোই, কারণ দুটোই নেশা।” ☕

💌 ৪. ফেসবুক প্রেম
লাইক থেকে ইনবক্স, ইনবক্স থেকে প্রেম। দুই বছর পরে, প্রথম দেখা। মেয়েটা বলল, “তুই ছবিতে যেমন, সামনেও তেমন—বাট তোর চোখ অনেক বেশি ভালো!”

image

image

💌 ১. স্কুল ব্যাগে ভালোবাসা
তৃষা প্রতিদিন ইচ্ছা করে রাহির টিফিনে একটা বাড়তি চপ রাখে। রাহি জানে, কিন্তু কখনো বলে না। ভালোবাসা শব্দের চেয়ে কাজে প্রকাশ পায়।

image

A product of Asiasmartbusiness Pvt Ltd

Marketed by Le Laya Bharat Ltd