Upptäck inlägg

Utforska fängslande innehåll och olika perspektiv på vår Upptäck-sida. Upptäck nya idéer och delta i meningsfulla samtal

💖 ৩৮. জন্মদিনের উইশ
রাত ১২টা বাজতেই মেয়েটা ফোন করে, কিছু বলে না। ছেলেটা শুধু বলে, “আমি জানি তুমি ফোন দেবে, এটাই আমার গিফট।”

💖 ৩৭. এক কাঁদি কলা
বাজারে এক কাঁদি কলা নিয়েই গল্প জমে। মেয়েটা বলে, “তুমি ভাগ করে নাও।” ছেলেটা বলে, “ভালোবাসা ভাগ হয়, কিন্তু তুই নয়।”

💖 ৩৬. জুতার ফিতা
মেয়েটার জুতার ফিতা খুলে যায়, ছেলেটা চুপ করে বাঁধে। মেয়েটা বলে, “তুই এমন কেন?”
ছেলেটা বলে, “তোর পায়ের নিচেও আমি থাকি।”

💖 ৩৫. ভাইয়া আর কিছু না
মেয়েটা সবাইকে বলে, “ও আমার ভাইয়া।”
ছেলেটা একদিন বলে, “তুই কি জানিস, ভাইয়া শব্দটা কতটা কষ্টের?”
সে দিন থেকে আর কেউ ভাইয়া নয়।

💖 ৩৪. শেষ পাতার প্রেম
মেয়েটার ডায়েরির শেষ পাতায় শুধু একটা নাম, “রিদয়”। ওর বান্ধবী খুঁজে পেয়ে বলল, “তুই তো কাউকে বলিস না!”
মেয়েটা হেসে বলল, “সব ভালোবাসা বলা যায় না।”

টাটকা মোনাফেক
#best #video #viral #foryou #reels #gaza #bmw #selfyclub

💖 ৩৩. এক গ্লাস পানি
ভীষণ গরম, মেয়েটা ক্লাসে পানি আনেনি। ছেলেটা নিজের বোতল এগিয়ে দেয়—“তৃষ্ণা শুধু শরীরের না, কারও খেয়াল রাখারও হয়।”

💖 ৩২. স্টেশনের প্রেম
ট্রেন মিস করে দুজন বসে চুপচাপ। হঠাৎ ছেলেটা বলে, “যদি পরের ট্রেনেও না ওঠো, আমি ধরে নেব আমরা একসঙ্গে ফিরবো।”

💖 ৩১. হাত ধরা হয়নি কখনো
তারা অনেকদিন ধরে প্রেম করে, কিন্তু কখনো হাত ধরেনি। মেয়েটা বলে, “ভালোবাসা অনুভব করতে হলে ছোঁয়া লাগে না।”

💖 ৩০. ফুল ছুঁয়ে যায়
মেয়েটা প্রতিদিন কলেজে যাওয়ার সময় ফুল নিয়ে যায়। একদিন ছেলেটা দাঁড়িয়ে বলল, “আজ তোমার চুলেই সেই ফুলটা মানাবে।” মেয়েটা তেমন করেই সাজলো।

A product of Asiasmartbusiness Pvt Ltd

Marketed by Le Laya Bharat Ltd