আবিষ্কার করুন পোস্ট

আমাদের আবিষ্কার পৃষ্ঠায় চিত্তাকর্ষক বিষয়বস্তু এবং বিভিন্ন দৃষ্টিকোণ অন্বেষণ করুন। নতুন ধারনা উন্মোচন করুন এবং অর্থপূর্ণ কথোপকথনে নিযুক্ত হন

গোপালগঞ্জে চাঁদা তোলার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন অটো রিকশা চালকেরা। আজ বৃহস্পতিবার,১৭ এপ্রিল, দুপুরে গোপালগঞ্জ পৌরসভার সামনে বঙ্গবন্ধু সড়কে এ কর্মসূচি পালন করেন তারা।

প্রায় আধা ঘন্টাব্যাপি চলা এই অবরোধের কারণে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও পৌরসভার আশ্বাসে অবরোধ তুলে নেন চালকরা।

বিক্ষোভকারীরা জানান, গোপালগঞ্জ শহরে প্রায় ৫ হাজার অটোরিকশা চলাচল করে। পৌরসভার নাম ভাঙ্গিয়ে কিছু লোক শহরের ৫ টি স্থানে প্রতি অটোরিকশা থেকে ১০ টাকা করে চাঁদা আদায় করছে। চাঁদা দিতে হলে যাত্রীদের কাছ থেকে বেশী ভাড়া নিতে হয়। এতে যাত্রীরা ভোগান্তিতে পড়েন। এ ঘটনার বিচার চেয়ে শতাধিক চালক একত্রিত হয়ে সড়ক অবরোধসহ বিক্ষোভ মিছিল করে

image

গোপালগঞ্জে চাঁদা তোলার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন অটো রিকশা চালকেরা। আজ বৃহস্পতিবার,১৭ এপ্রিল, দুপুরে গোপালগঞ্জ পৌরসভার সামনে বঙ্গবন্ধু সড়কে এ কর্মসূচি পালন করেন তারা।

প্রায় আধা ঘন্টাব্যাপি চলা এই অবরোধের কারণে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও পৌরসভার আশ্বাসে অবরোধ তুলে নেন চালকরা।

বিক্ষোভকারীরা জানান, গোপালগঞ্জ শহরে প্রায় ৫ হাজার অটোরিকশা চলাচল করে। পৌরসভার নাম ভাঙ্গিয়ে কিছু লোক শহরের ৫ টি স্থানে প্রতি অটোরিকশা থেকে ১০ টাকা করে চাঁদা আদায় করছে। চাঁদা দিতে হলে যাত্রীদের কাছ থেকে বেশী ভাড়া নিতে হয়। এতে যাত্রীরা ভোগান্তিতে পড়েন। এ ঘটনার বিচার চেয়ে শতাধিক চালক একত্রিত হয়ে সড়ক অবরোধসহ বিক্ষোভ মিছিল করে

imageimage

প্রধানমন্ত্রী হিসেবে কোনটি বেস্ট

শেখ হাসিনা
ডাঃ ইউনুস
7 মোট ভোট

image

কুড়িগ্রামের ধরলা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ৪৭ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় গাঁজা বহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।
মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ১১টার দিকে র‌্যাব-১৩ (রংপুর) কুড়িগ্রাম সদরের ধরলা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়। পরে জব্দকৃত ট্রাক ও গাঁজাসহ আটক ২ জনকে কুড়িগ্রাম থানায় হস্তান্তর করা হয়।

image

Wow

image

image

গাজীপুর মহানগরীর টঙ্গীতে শুক্রবার (১৮ এপ্রিল ) বিকেল ৪টার দিকে ৪৫ নং ওয়ার্ড এর পূর্ব আরিচপুর রূপবানের মারটেক এলাকায় দুইটি শিশুকে কুপিয়ে ও জবাই করে হত্যার ঘটনা ঘটেছে।


হত্যার ঘটনায় নিহত শিশুরা হল আব্দুল্লাহ (৩) ও মালিহা (৬)। তারা ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার তাতোয়াকান্দি গ্রামের আব্দুল বাতেনের সন্তান। তারা বর্তমানে পূর্ব আরিচপুর এলাকায় জনৈক সানোয়ারের বাসার ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

image

গোপালগঞ্জে ছাত্র সমন্বয়ক ও ছাত্র অধিকার পরিষদ গোবিপ্রবি-র(গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) আহ্বায়ক জসিম উদ্দিন এবং সদস্য সচিব সাঈদুর রহমানের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার {১৮ এপ্রিল} বিকেল ৪টার দিকে শহরের এস এম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে একদল সন্ত্রাসী তাদেরকে মারপিট করে আহত করে । আহতরা সাংবাদিকদের জানিয়েছেন, সন্ত্রসীরা বলে তোরা ক্যাম্পাসের বাইরে কেন। তোরা থাকবি ভিতরে। এ কথা বলে আমাদের উপর হামলা চালায়।

image

22 ভিতরে

#বরিশাল বাংলাদেশের একটি প্রাচীন ও ঐতিহাসিক শহর, যার পরিচিতি "দক্ষিণের দ্বার" নামে। নদী-নালা ও খাল-বিলঘেরা এই অঞ্চল একসময়ে জলপথে ব্যবসা-বাণিজ্যের কেন্দ্র ছিল। ব্রিটিশ শাসনামলে বরিশাল ছিল শিক্ষার আলো ছড়ানো একটি গুরুত্বপূর্ণ শহর, যেখানে প্রতিষ্ঠিত হয় বিখ্যাত ব্রজমোহন কলেজ (BM College)। বরিশালের ঐতিহ্যের মধ্যে রয়েছে পাটের ব্যবসা, নৌবাণিজ্য, ঐতিহাসিক মসজিদ-মন্দির এবং লোকজ সংস্কৃতি। এখানকার মানুষদের অতিথিপরায়ণতা, খাদ্যসংস্কৃতি ও বাঙালিয়ানার চর্চা বরিশালকে একটি অনন্য পরিচয়ে পরিচিত করেছে।
#best #viral #foryou

image

A product of Asiasmartbusiness Pvt Ltd

Marketed by Le Laya Bharat Ltd