গোপালগঞ্জে ছাত্র সমন্বয়ক ও ছাত্র অধিকার পরিষদ গোবিপ্রবি-র(গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) আহ্বায়ক জসিম উদ্দিন এবং সদস্য সচিব সাঈদুর রহমানের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার {১৮ এপ্রিল} বিকেল ৪টার দিকে শহরের এস এম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে একদল সন্ত্রাসী তাদেরকে মারপিট করে আহত করে । আহতরা সাংবাদিকদের জানিয়েছেন, সন্ত্রসীরা বলে তোরা ক্যাম্পাসের বাইরে কেন। তোরা থাকবি ভিতরে। এ কথা বলে আমাদের উপর হামলা চালায়।

image

A product of Asiasmartbusiness Pvt Ltd

Marketed by Le Laya Bharat Ltd