دریافت پوسٹس

ہمارے Discover صفحہ پر دلکش مواد اور متنوع نقطہ نظر کو دریافت کریں۔ تازہ خیالات کو اجاگر کریں اور بامعنی گفتگو میں مشغول ہوں۔

ভালোবাসা অবিরাম ❤️🖤 #best #selfyclub #viral #trending

image

Oooo

image

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান আগামীকাল শনিবার (১৯ এপ্রিল) নীলফামারী জলঢাকা উপজেলায় বিশাল জনসভায় বক্তব্য রাখবেন। ডাঃ শফিকুর রহমানের আগমনে জেলার ৬ টি উপজেলায় ব্যাপক প্রচার ও প্রচারনা করছেন দলটির নেতাকর্মীরা।

image

রাজবাড়ীতে গত এক সপ্তাহের ব্যবধানে কেজিতে পনের টাকা বেড়েছে পেঁয়াজের দাম। পনের টাকা বেড়ে বর্তমানে ভোক্তা পর্যায়ে কেজি ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। দাম বৃদ্ধি পাওয়ায় পেঁয়াজের আমদানি বেড়েছে বাজারে। এই দামে ক্রেতারা অসুন্তুষ্ট হলেও খুশি পেঁয়াজ চাষীরা।

চাষিরা বলছেন, পেঁয়াজ চাষে হয়েছে প্রচুর খরচ, দেশের পেঁয়াজেই দেশের চাহিদা মেটানো সম্ভব, তাই প্রয়োজন নেই আমদানির। আর কৃষি বিভাগ বলছে কৃষকের কথা চিন্তা করে পেঁয়াজের খরচ বিবেচনায় একটি দাম নির্ধারনের জন্য সরকারকে সুপারিশ করা হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, সারাদেশে পেঁয়াজ উৎপাদনের তৃতীয় জেলা রাজবাড়ীতে লক্ষ্যমাত্রা ছারিয়েছে পেঁয়াজ আবাদ। রাজবাড়ীতে এ বছর ৩৭ হাজার ২৮৩ হে

image

আমার ফেসবুক পেজ

image

রাজবাড়ীর দৌলতদিয়া পদ্মা নদীতে বিশাল আকৃতির একটি কাতল মাছ জেলের জালে ধরা পড়েছে। মাছটির ওজন ২২ কেজি। পরে কুমিল্লার এক ব্যবসায়ীর কাছে অনলাইনে মাছটি ৩৭ হাজার ৪০০ টাকায় বিক্রি করা হয়।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ার পদ্মা-যমুনা নদীর মোহনায় জেলে মোহাম্মদ হালদারের জালে মাছটি ধরা পড়ে। নদী থেকে সরাসরি জেলের নৌকা থেকে মাছটি ১ হাজার ৬০০ টাকা কেজি দরে ৩৫ হাজার ২০০ টাকায় ক্রয় করেন দৌলতদিয়া ৫ নম্বর ফেরি ঘাটের শাকিল-সোহান মৎস্য আড়তের স্বত্বাধিকারী মাছ ব্যবসায়ী মোঃ শাহজাহান শেখ সম্রাট।

image
Sahin Hero اس نے اپنے پروفائل کور کو تبدیل کیا
22 میں

image
Sahin Hero اپنی پروفائل تصویر تبدیل کر دی
22 میں

image

Rtv । আরটিভি'র কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি, সুবলপার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, ও নাগেশ্বরী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক Chonchol Khan আমার বড় ভাই (১৮ এপ্রিল শুক্রবার) কচাকাটা থেকে সুবলপার আসার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় কাঁধের হাড় ভেঙ্গে চিকিৎসাধীন অবস্থায় নাগেশ্বরী'তে আছেন। মহান আল্লাহর কাছে দ্রুত সুস্থতা কামনা করছি।

image

গোপালগঞ্জে চাঁদা তোলার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন অটো রিকশা চালকেরা। আজ বৃহস্পতিবার,১৭ এপ্রিল, দুপুরে গোপালগঞ্জ পৌরসভার সামনে বঙ্গবন্ধু সড়কে এ কর্মসূচি পালন করেন তারা।

প্রায় আধা ঘন্টাব্যাপি চলা এই অবরোধের কারণে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও পৌরসভার আশ্বাসে অবরোধ তুলে নেন চালকরা।

বিক্ষোভকারীরা জানান, গোপালগঞ্জ শহরে প্রায় ৫ হাজার অটোরিকশা চলাচল করে। পৌরসভার নাম ভাঙ্গিয়ে কিছু লোক শহরের ৫ টি স্থানে প্রতি অটোরিকশা থেকে ১০ টাকা করে চাঁদা আদায় করছে। চাঁদা দিতে হলে যাত্রীদের কাছ থেকে বেশী ভাড়া নিতে হয়। এতে যাত্রীরা ভোগান্তিতে পড়েন। এ ঘটনার বিচার চেয়ে শতাধিক চালক একত্রিত হয়ে সড়ক অবরোধসহ বিক্ষোভ মিছিল করে

image

A product of Asiasmartbusiness Pvt Ltd

Marketed by Le Laya Bharat Ltd