#বরিশাল বাংলাদেশের একটি প্রাচীন ও ঐতিহাসিক শহর, যার পরিচিতি "দক্ষিণের দ্বার" নামে। নদী-নালা ও খাল-বিলঘেরা এই অঞ্চল একসময়ে জলপথে ব্যবসা-বাণিজ্যের কেন্দ্র ছিল। ব্রিটিশ শাসনামলে বরিশাল ছিল শিক্ষার আলো ছড়ানো একটি গুরুত্বপূর্ণ শহর, যেখানে প্রতিষ্ঠিত হয় বিখ্যাত ব্রজমোহন কলেজ (BM College)। বরিশালের ঐতিহ্যের মধ্যে রয়েছে পাটের ব্যবসা, নৌবাণিজ্য, ঐতিহাসিক মসজিদ-মন্দির এবং লোকজ সংস্কৃতি। এখানকার মানুষদের অতিথিপরায়ণতা, খাদ্যসংস্কৃতি ও বাঙালিয়ানার চর্চা বরিশালকে একটি অনন্য পরিচয়ে পরিচিত করেছে।
#best #viral #foryou
