Знакомьтесь сообщений

Изучите увлекательный контент и разнообразные точки зрения на нашей странице «Обнаружение». Находите свежие идеи и участвуйте в содержательных беседах

শিক্ষক: ‘Honesty is the best policy’ মানে কী?
ছাত্র: স্যার, ‘সততা সর্বোৎকৃষ্ট নীতি’।
শিক্ষক: খুব ভালো! এবার তুমি উদাহরণ দাও।
ছাত্র: স্যার, পরীক্ষায় নকল না করলে আমি ফেল করব— এটাই সততার প্রমাণ!
#chmedia

প্রেমিকা: তুমি আমাকে কবে বিয়ে করবে?
প্রেমিক: যখন তুমি আমাকে খুব মিস করবে!
প্রেমিকা: তাহলে তো আজ রাতেই করো!
প্রেমিক: কেন?
প্রেমিকা: কারণ তুমি যদি কল দিতেই না জানো, তবে বিয়েই একমাত্র সমাধান!
#chfunclub

আপনি হয়তো এখন খাট-পালঙ্কে আরাম করে ঘুমোচ্ছেন। কিন্তু জানেন কি, এমন অনেক মানুষ আছে—যাদের শুধু খাট-পালঙ্কই নয়, রাস্তার কোনো কোণাতেও মাথা গোঁজার ঠাঁই নেই। <br>তাই সময় থাকতে উপরওয়ালার কাছে শুকরিয়া আ

হোন্ডা শিল্পী শ্যামল হাসান ও মনির ভাই

image

📌যে চেষ্টা করবে...!
#thoughtsofchonchol

image

অর্ধ পৃথিবী করেছ শাসন ধুলার তখ‍্‍তে বসি
খেঁজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসি
সাইমুম-ঝড়ে। পড়েছে কুঠির, তুমি পড়নিকো নুয়ে,
ঊর্ধ্বের যারা – পড়েছে তাহারা, তুমি ছিলে খাড়া ভুঁয়ে!
শত প্রলোভন বিলাস বাসন ঐশ্বর্যের মদ
করেছে সালাম দূর হতে সব, ছুঁইতে পারেনি পদ।
সবারে ঊর্ধ্বে তুলিয়া ধরিয়া তুমিছিলে সব নিচে,
বুকে করে সবে বেড়া করি পার, আপনি রহিলে পিছে!

image
Business wire Press release изменил свою фотографию
22 ш

image
Business wire Press release изменил свою фотографию
22 ш

image

উদ্ধত রোষে তরবারি তব ঊর্দ্ধে আন্দোলিয়া
বলিলে, “রাঙাবে এ তেগ মুসলমানের রক্ত দিয়া !”
উন্মাদ বেগে চলিলে ছুটিয়া! – একী এ কী ওঠে গান?
এ কোন লোকের অমৃত মন্ত্র? কার মহা আহ্বান?
ফতেমা – তোমার সহোদরা – গাহে কোরান-অমিয়-গাথা,
এ কোন মন্ত্রে চোখে আসে জল, হায় তুমি জান না তা!
উন্মাদ-সম কেঁদে কও, “ওরে, শোনা পুন সেই বাণী!
কে শিখাল তোরে এ গান সে কোন বেহেশ‍্‍তে

image

কত কথা মনে জাগে,
চড়ি কল্পনা-বোররাকে যাই তেরশো বছর আগে
যেদিন তোমার প্রথম উদয় রাঙা মরু-ভাস্কর,
আরব যেদিন হল আরাস্তা, মরীচিকা সুন্দর।
গোষ্ঠে বসিয়া বালক রাখাল মহম্মদ সেদিন
বারে বারে কেন হয়েছে উতলা! কোথা বেহেশ‍্‍তি বীণ
বাজিতেছে যেন! কে যেন আসিয়া দাঁড়িয়েছে তাঁর পিছে,
বন্ধু বলিয়া গলা জড়াইয়া কে যেন সম্ভাষিছে!

image

A product of Asiasmartbusiness Pvt Ltd

Marketed by Le Laya Bharat Ltd