Scoprire messaggi

Esplora contenuti accattivanti e prospettive diverse nella nostra pagina Scopri. Scopri nuove idee e partecipa a conversazioni significative

Imam Ahmad ibn Hanbal (R.A):
"যদি আল্লাহ তোমাকে কোনো দরজা বন্ধ করে দেন,
তবে তিনি তার জায়গায় আরও উত্তম একটি দরজা খুলে দেন।"

Prophet Muhammad (ﷺ):
"তুমি আল্লাহকে যেমন ধারণা করো,
তিনি তোমার জন্য তেমনই হন।"
(সহীহ বুখারী)

Allah akbar ❤️❤️💯💕

image

Prophet Muhammad (ﷺ):
"আশ্চর্য একজন মুমিনের অবস্থা!
তার সব কিছুতেই মঙ্গল আছে —
কষ্ট হলেও সে ধৈর্য ধরে, আর ভালো কিছু এলে শোকর আদায় করে।"
(মুসলিম)

Imam Ibn Taymiyyah (R.A):
"যারা আল্লাহর উপর ভরসা করে,
তাদের ভয় করে না দুনিয়ার কোনো শক্তি।"

Imam Al-Ghazali (R.A):
"তুমি যদি আল্লাহকে পাও,
তবে তুমি সবকিছু পেলে।
আর যদি তাঁকে না পাও,
তবে তুমি যা কিছু পাও সবই অর্থহীন।"

Ibn Qayyim (R.A):
"আল্লাহ তোমার দু'আ কবুল করেন তিনভাবে:
১) যেটা তুমি চাও,
২) তার চেয়ে ভালো কিছু দিয়ে,
৩) অথবা তোমার জন্য ক্ষতিকর কিছু দূর করে দিয়ে।"

Rumi (Rahimahullah):
"হে হৃদয়ভাঙা মানুষ,
তুমি ভেবো না আল্লাহ তোমার চোখের পানি দেখেন না।
তোমার কান্নাই তোমাকে আল্লাহর সবচেয়ে কাছে নিয়ে যায়।"

Hasan al-Basri (R.A):
"এই দুনিয়া স্বপ্নের মত।
তুমি ঘুমিয়ে আছো,
আর মৃত্যু তোমাকে জাগিয়ে দেবে।"

Abu Bakr (R.A):
"তুমি যদি তোমার কাজ আল্লাহর জন্য করো,
তাহলে পৃথিবীর কেউ তোমার মন ভাঙতে পারবে না।"

A product of Asiasmartbusiness Pvt Ltd

Marketed by Le Laya Bharat Ltd