Opdage indlæg

Udforsk fængslende indhold og forskellige perspektiver på vores Discover-side. Afdække friske ideer og deltag i meningsfulde samtaler

💖 ৩২. স্টেশনের প্রেম
ট্রেন মিস করে দুজন বসে চুপচাপ। হঠাৎ ছেলেটা বলে, “যদি পরের ট্রেনেও না ওঠো, আমি ধরে নেব আমরা একসঙ্গে ফিরবো।”

💖 ৩১. হাত ধরা হয়নি কখনো
তারা অনেকদিন ধরে প্রেম করে, কিন্তু কখনো হাত ধরেনি। মেয়েটা বলে, “ভালোবাসা অনুভব করতে হলে ছোঁয়া লাগে না।”

💖 ৩০. ফুল ছুঁয়ে যায়
মেয়েটা প্রতিদিন কলেজে যাওয়ার সময় ফুল নিয়ে যায়। একদিন ছেলেটা দাঁড়িয়ে বলল, “আজ তোমার চুলেই সেই ফুলটা মানাবে।” মেয়েটা তেমন করেই সাজলো।

💖 ২৯. ফাইনাল পরীক্ষার প্রেম
সবার মাঝে ছেলেটা হুট করে বলে, “এইবার পরীক্ষা শুধু কাগজে নয়, তোমার চোখেও দিতে হবে।”
মেয়েটা লাজুক হাসে, পাশ করিয়ে দেয়।

💖 ২৮. এক ফোটা পারফিউম
মেয়েটা প্রতিদিন ছেলেটার পারফিউমের ঘ্রাণ পায় লাইব্রেরিতে। একদিন ছেলেটা ওকে ছোট্ট বোতল দিয়ে বলল, “এটা তোমার, যেমন করে আমার ঘ্রাণে তুমি থাকো।”

💖 ২৭. দইয়ের প্রেম
বাজারে দই নিয়ে ঝগড়া, একটা দই দুইজনেই চাই। দোকানদার বলল, “বিয়েটা করে ফেলুন, দই আপনাদের ফ্রিতে দেব!” 😄

💖 ২৬. মেহেদির নাম
মেয়েটা হাতে মেহেদি দিয়ে লিখেছে "R"। ছেলেটা অবাক, "তুই তো বললি তোর কারো প্রতি দুর্বলতা নেই?"
মেয়েটা হেসে বলল, "নিজের নাম রেশমা, ভুল বুঝিস না!" 😉 (তবুও চোখে লজ্জা!)

💖 ২৫. বারান্দার ভালোবাসা
ছেলেটা বারান্দায় দাঁড়িয়ে গান করে, মেয়েটা পাশের ফ্ল্যাটে শুনে হাসে। ভালোবাসা শব্দ ছাড়াও ছুঁতে জানে।

💖 ২৪. ক্যাম্পাসের প্রথম কথা
নতুন ছাত্রী, ল্যাব হারিয়ে ফেলে। ছেলেটা বলে, “এসো, আমি তোমায় পুরো ক্যাম্পাস চিনিয়ে দেব। তবে তোমাকেও চিনে নিতে চাই।”

💖 ২৩. চিঠি পায় না আজকাল
ছেলেটা প্রতিদিন একটা চিঠি লেখে, দেয় না। একদিন মেয়েটা এসে বলে, “আমার কাছে তোমার লেখা ২৩টা চিঠি আছে।” প্রেম চিঠির থেকেও গভীর।

A product of Asiasmartbusiness Pvt Ltd

Marketed by Le Laya Bharat Ltd