কিছু মানুষ আছে, যারা ফেসবুকে অনেক এক্টিভ। তবে, নিজে থেকে কাউকে নক দেয় না বললেই চলে। অন্যরা দিলেও, প্রয়োজনের বেশি কথা বাড়ায় না। সংক্ষেপে আলাপ শেষ করতে চায়। এই টাইপের মানুষদের ভুলভাবে নিবেন না, বা 'অনেক ভাব' এমন ভাববেন না। কাউকে প্রয়োজনে নক দিয়েও উত্তর না পেলে, সেটা তার অভদ্রতা। কিন্তু, যারা প্রয়োজনের বেশি কথা বাড়ায় না- এটা তাদের স্বাধীনতা। তাদের নিজের মতো বাঁচার একটা কৌশল। এই মানুষগুলো হয়তো একা থাকতেই ভালোবাসে, নিরিবিলি থাকতে ভালোবাসে।

MD Rafsan Hossain
Deletar comentário
Deletar comentário ?