Discover posts

Explore captivating content and diverse perspectives on our Discover page. Uncover fresh ideas and engage in meaningful conversations

💖 ২৬. মেহেদির নাম
মেয়েটা হাতে মেহেদি দিয়ে লিখেছে "R"। ছেলেটা অবাক, "তুই তো বললি তোর কারো প্রতি দুর্বলতা নেই?"
মেয়েটা হেসে বলল, "নিজের নাম রেশমা, ভুল বুঝিস না!" 😉 (তবুও চোখে লজ্জা!)

💖 ২৫. বারান্দার ভালোবাসা
ছেলেটা বারান্দায় দাঁড়িয়ে গান করে, মেয়েটা পাশের ফ্ল্যাটে শুনে হাসে। ভালোবাসা শব্দ ছাড়াও ছুঁতে জানে।

💖 ২৪. ক্যাম্পাসের প্রথম কথা
নতুন ছাত্রী, ল্যাব হারিয়ে ফেলে। ছেলেটা বলে, “এসো, আমি তোমায় পুরো ক্যাম্পাস চিনিয়ে দেব। তবে তোমাকেও চিনে নিতে চাই।”

💖 ২৩. চিঠি পায় না আজকাল
ছেলেটা প্রতিদিন একটা চিঠি লেখে, দেয় না। একদিন মেয়েটা এসে বলে, “আমার কাছে তোমার লেখা ২৩টা চিঠি আছে।” প্রেম চিঠির থেকেও গভীর।

💖 ২২. নাম ছাড়া প্রেম
ছেলেটা মেয়েটার নাম জানে না, মেয়েটা ছেলেটার চোখে দেখে প্রেম। তারা দুজনেই জানে কিছু বলার দরকার নেই।

💖 ২১. রিকশায় দেখা
প্রতিদিন কলেজ থেকে ফিরতে গিয়ে মেয়েটা রিকশায় উঠে। রিকশার পেছনে ছেলেটা সাইকেল চালায়, চুপচাপ তাকিয়ে থাকে। একদিন মেয়েটা বলে, “এই যে, আমি আপনাকেই খুঁজছিলাম।”

💌 ২০. বৃদ্ধ প্রেমিক-প্রেমিকা
পার্কে বসে থাকা এক বৃদ্ধ দম্পতি। পাশে বসা তরুণ জিজ্ঞেস করল, “আপনারা কত বছর প্রেম করছেন?”
দাদু বললেন, “প্রেম তো এখনো শুরু হয়নি। এখনো ওর হাসিতে হারিয়ে যাই…”

💌 ১৮. ঘুড়ির ভালোবাসা
ঘুড়ি উড়াতে গিয়ে কাটাকাটি নয়, হুট করে ছেলেটা বলল—“তুই তো আমার আকাশ, আমি তোর সুতো।”

💌 ১৭. পুরোনো জামা, নতুন মন
রাবেয়ার পুরোনো জামা পড়ে ঈদের দিন বের হতে লজ্জা লাগে। রাশেদ বলে, “তুই হাসলে জামার দাম কোটির বেশি।”

💌 ১৬. মোবাইলের পাসওয়ার্ড
তানিমের মোবাইলের পাসওয়ার্ড: 0721।
সাদিয়া বুঝে—এটা তার জন্মদিন।
ভালোবাসা সব সময় মুখে বলতে হয় না।

A product of Asiasmartbusiness Pvt Ltd

Marketed by Le Laya Bharat Ltd