আবিষ্কার করুন পোস্ট

আমাদের আবিষ্কার পৃষ্ঠায় চিত্তাকর্ষক বিষয়বস্তু এবং বিভিন্ন দৃষ্টিকোণ অন্বেষণ করুন। নতুন ধারনা উন্মোচন করুন এবং অর্থপূর্ণ কথোপকথনে নিযুক্ত হন

💌 ১৭. পুরোনো জামা, নতুন মন
রাবেয়ার পুরোনো জামা পড়ে ঈদের দিন বের হতে লজ্জা লাগে। রাশেদ বলে, “তুই হাসলে জামার দাম কোটির বেশি।”

💌 ১৬. মোবাইলের পাসওয়ার্ড
তানিমের মোবাইলের পাসওয়ার্ড: 0721।
সাদিয়া বুঝে—এটা তার জন্মদিন।
ভালোবাসা সব সময় মুখে বলতে হয় না।

💌 ১৫. ভুল কল
ভুল নম্বরে ফোন যায়। মেয়েটা কাঁদছিল। ছেলেটা বলে, “তোমার কান্না আমার ভুল নয়, নিয়তি।”
সেদিন থেকেই প্রতিদিন কথা হয়।

💌 ১৪. বইমেলার প্রেম
বইয়ের দোকানে হাত ছুঁয়ে যায়। দুজনই পেছনে ঘুরে তাকায়—একই বইয়ের প্রেমিক-প্রেমিকা হয়তো ভবিষ্যতের এক অধ্যায়ে।

💌 ১৩. ভাঙা ছাতা, জোড়া মন
ছেলেটার ছাতা ছিঁড়ে গেছে। মেয়েটা এগিয়ে এসে বলল, “দুটো ছাতা ভাঙা থাকলে মিলিয়ে একটা তৈরি হয়।”
সেদিন থেকেই দুজন মিলে হেঁটে চলে।

💌 ১২. নোট দিয়ে প্রেম
রোজ ফিজিক্সের বইয়ে একটা নোট থাকে—“আজকের মিষ্টি হাসি কই?”
মায়া জানে কে লেখে, কিন্তু কখনো কিছু বলে না। হাসিটাই উত্তর।

💌 ১১. কুকুরের প্রেমিক
রাফি রোজ রাস্তার কুকুরকে খাওয়ায়। রিনি সেটা দেখে বলে, “তুই যদি কাউকে এমন খেয়াল রাখিস, সে তোকে কখনো হারাতে চাইবে না।”
রাফি: “তুই কি সেই কেউ?”

💌 ১০. ঈদের চুড়ি
রাহিম প্রতি ঈদে রিনার জন্য চুড়ি কিনে রাখে। কখনো দিতে পারে না। এইবার সাহস করে দিল। রিনা বলল, “এই চুড়ির আওয়াজটা যেন তোর হৃদয় বাজায়!”

💌 ৯. লাস্ট বেঞ্চ প্রেম
ক্লাসের লাস্ট বেঞ্চে বসে মিথিলা আর আদিব লিখে ফেলেছে একটা জীবন। স্যার পড়ান, তারা ভবিষ্যতের গল্প গড়ে।

💌 ৮. এক কাপ চা, দু’জনের গল্প
চায়ের দোকানে এক কাপ চা নিয়ে দুজন বসে থাকে প্রতিদিন। দোকানদার জানে, এটা এক কাপ চায়ের দামে কোটি টাকার ভালোবাসা।

A product of Asiasmartbusiness Pvt Ltd

Marketed by Le Laya Bharat Ltd