Ontdekken posts

Ontdek boeiende inhoud en diverse perspectieven op onze Ontdek-pagina. Ontdek nieuwe ideeën en voer zinvolle gesprekken

💖 ২৪. ক্যাম্পাসের প্রথম কথা
নতুন ছাত্রী, ল্যাব হারিয়ে ফেলে। ছেলেটা বলে, “এসো, আমি তোমায় পুরো ক্যাম্পাস চিনিয়ে দেব। তবে তোমাকেও চিনে নিতে চাই।”

💖 ২৩. চিঠি পায় না আজকাল
ছেলেটা প্রতিদিন একটা চিঠি লেখে, দেয় না। একদিন মেয়েটা এসে বলে, “আমার কাছে তোমার লেখা ২৩টা চিঠি আছে।” প্রেম চিঠির থেকেও গভীর।

💖 ২২. নাম ছাড়া প্রেম
ছেলেটা মেয়েটার নাম জানে না, মেয়েটা ছেলেটার চোখে দেখে প্রেম। তারা দুজনেই জানে কিছু বলার দরকার নেই।

💖 ২১. রিকশায় দেখা
প্রতিদিন কলেজ থেকে ফিরতে গিয়ে মেয়েটা রিকশায় উঠে। রিকশার পেছনে ছেলেটা সাইকেল চালায়, চুপচাপ তাকিয়ে থাকে। একদিন মেয়েটা বলে, “এই যে, আমি আপনাকেই খুঁজছিলাম।”

💌 ২০. বৃদ্ধ প্রেমিক-প্রেমিকা
পার্কে বসে থাকা এক বৃদ্ধ দম্পতি। পাশে বসা তরুণ জিজ্ঞেস করল, “আপনারা কত বছর প্রেম করছেন?”
দাদু বললেন, “প্রেম তো এখনো শুরু হয়নি। এখনো ওর হাসিতে হারিয়ে যাই…”

💌 ১৯. বন্ধুত্বের ভিতরে প্রেম
সাবা আর রুহুল বন্ধুই। একদিন সাবা বলল, “তুই অন্য কারো সঙ্গে কথা বললে কেন জানি মন খারাপ হয়…”
রুহুল হেসে বলল, “তবেই তো প্রমাণ হলো, বন্ধুত্ব ছাড়াও কিছু আছে।”

It was a very dreamy feeling that still reminds me of it.

image

💌 ১৮. ঘুড়ির ভালোবাসা
ঘুড়ি উড়াতে গিয়ে কাটাকাটি নয়, হুট করে ছেলেটা বলল—“তুই তো আমার আকাশ, আমি তোর সুতো।”

💌 ১৭. পুরোনো জামা, নতুন মন
রাবেয়ার পুরোনো জামা পড়ে ঈদের দিন বের হতে লজ্জা লাগে। রাশেদ বলে, “তুই হাসলে জামার দাম কোটির বেশি।”

💌 ১৬. মোবাইলের পাসওয়ার্ড
তানিমের মোবাইলের পাসওয়ার্ড: 0721।
সাদিয়া বুঝে—এটা তার জন্মদিন।
ভালোবাসা সব সময় মুখে বলতে হয় না।

A product of Asiasmartbusiness Pvt Ltd

Marketed by Le Laya Bharat Ltd