发现 帖子

在我们的“发现”页面上探索迷人的内容和多样化的观点。发现新想法并参与有意义的对话

এক বৃষ্টিভেজা দিনে রাহুলের ছাতা ছিল না, আর তার পাশে দাঁড়িয়ে থাকা বন্ধু রায়হান নিজের ছাতার অর্ধেক ভাগ করে নেয়।

চাইলে আমি এই গল্পটার দ্বিতীয় পর্ব বা অন্য ধাঁচের গল্প (কমেডি, থ্রিলার, ভৌতিক, ভালোবাসা বা শিশুতোষ) লিখে দিতে পারি!
তোমার কোন ধরণের গল্প পড়তে বেশি ভালো লাগে? 😊📖

"কিছু ভালোবাসা বলে না, শুধু অনুভবে বাঁচে।"

চোখের কোণে জমে থাকা জল মুছল আরিফ।
সেই রাতেই সে লিখে ফেলল তার জীবনের সবচেয়ে সুন্দর গল্প – "নীলার জন্য"।

সেই গল্প শেষ হয় এই লাইনে:

"তুই হয়তো বুঝিসনি, কিন্তু তোর প্রতিটা গল্পের মাঝে আমি নিজেকে খুঁজে পেতাম।
যেদিন চলে গেলাম, সেদিন তোকে বলা হয়নি – তোকে আমি ভালোবাসি।
কিন্তু আমার ভালোবাসা তোকে আটকে রাখতে চায়নি।
তুই লিখতে থাক, কারণ তোর কলমেই আমি বেঁচে থাকতে চাই।
– নীলা"

চিঠিটা ছিল নীলার। শৈশবে তারা একসঙ্গে স্কুলে যেত, একসঙ্গে হাসত, আরিফ তার প্রথম গল্পটাও নীলাকে নিয়েই লিখেছিল।
কিন্তু একসময় নীলা হঠাৎ করেই শহর ছেড়ে চলে যায়, কোনো যোগাযোগ আর থাকে না।

আরিফের হাত কাঁপছিল চিঠিটা খুলতে গিয়ে। চিঠিতে লেখা:

"প্রিয় আরিফ, যদি কোনোদিন আমার কথা মনে পড়ে, এই চিঠিটা খুলে দিস।"

শীতের এক মেঘলা সকাল। আরিফ তার পুরনো বইয়ের তাকে ধুলো ঝাড়তে গিয়ে একটা হলুদ হয়ে যাওয়া চিঠি খুঁজে পেলো। চিঠিটার ওপরে লেখা –

১ম চাপাবাজ: আমি এত গরম চা খাই যে, কেতলি থেকে সোজা মুখে ঢেলে দেই!

২য় চাপাবাজ: কি বলিস! আমি তো চা-পাতা, পানি, দুধ, চিনি মুখে দিয়ে চুলোয় বসে পড়ি!
#chmedia #choncholsarker

hi kemn achen sobai আপনাকে ভালোবাসা দিয়ে গেলাম আপনি আমাকে ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ,

A product of ASIA BUSINESS SMART PRIVATE LIMITED

Powered by ABS ( P ) Ltd