**প্রাগৈতিহাসিক চুইংগাম থেকে উদ্ধার: ‘লোলা’ নামের এক তরুণীর চেহারা**
হাজার হাজার বছর আগে, বর্তমান ডেনমার্কের একটি অঞ্চলে নবপ্রস্তর যুগের এক তরুণী বার্চ গাছের রস থেকে তৈরি প্রাকৃতিক চুইংগাম চিবিয়েছিলেন। আজ বিজ্ঞানীরা সেই প্রাচীন চুইংগামের ডিএনএ বিশ্লেষণ করে অবাক করা ভাবে তার চেহারা পুনর্গঠন করতে সক্ষম হয়েছেন। গবেষক দল তাকে ডেনমার্কের লোল্যান্ড দ্বীপের নামানুসারে আদর করে "লোলা" নামে ডাকেন।
এই চুইংগামটি আবিষ্কৃত হয়েছিল লোল্যান্ডের সিলথোল্ম নামের একটি প্রস্তর যুগের প্রত্নতাত্ত্বিক স্থানে, যেখানে কাদার নিচে প্রায় ৫,৭০০ বছর ধরে এটি অক্ষত অবস্থায় সংরক্ষিত ছিল।
১৯৭২ সালে, মাত্র ১৭ বছর বয়সে রোয়ান অ্যাটকিনসন নিউক্যাসল ইউনিভার্সিটিতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছিলেন। তখনও তিনি বিখ্যাত মি. বিন হননি।
বিজ্ঞান নিয়ে তাঁর বেশ আগ্রহ ছিল। পরে তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটির দ্য কুইনস কলেজে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ মাস্টার্স করেন। অক্সফোর্ডে থাকাকালীন তিনি অভিনয় ও কমেডির প্রতি এক অন্যরকম টান খুঁজে পান। তিনি বিভিন্ন নাট্যদলে যোগ দেন এবং মঞ্চে অভিনয় শুরু করেন। তাঁর অনন্য কমেডি স্টাইল ও নিখুঁত টাইমিং তাকে এনে দেয় জনপ্রিয়তা। ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন টেলিভিশন ও চলচ্চিত্রের অন্যতম সেরা ব্রিটিশ কমেডিয়ান।
A product of ASIA BUSINESS SMART PRIVATE LIMITED
Powered by ABS ( P ) Ltd
তিশা আক্তার নিঝুম
Verwijder reactie
Weet je zeker dat je deze reactie wil verwijderen?