**প্রাগৈতিহাসিক চুইংগাম থেকে উদ্ধার: ‘লোলা’ নামের এক তরুণীর চেহারা**
হাজার হাজার বছর আগে, বর্তমান ডেনমার্কের একটি অঞ্চলে নবপ্রস্তর যুগের এক তরুণী বার্চ গাছের রস থেকে তৈরি প্রাকৃতিক চুইংগাম চিবিয়েছিলেন। আজ বিজ্ঞানীরা সেই প্রাচীন চুইংগামের ডিএনএ বিশ্লেষণ করে অবাক করা ভাবে তার চেহারা পুনর্গঠন করতে সক্ষম হয়েছেন। গবেষক দল তাকে ডেনমার্কের লোল্যান্ড দ্বীপের নামানুসারে আদর করে "লোলা" নামে ডাকেন।
এই চুইংগামটি আবিষ্কৃত হয়েছিল লোল্যান্ডের সিলথোল্ম নামের একটি প্রস্তর যুগের প্রত্নতাত্ত্বিক স্থানে, যেখানে কাদার নিচে প্রায় ৫,৭০০ বছর ধরে এটি অক্ষত অবস্থায় সংরক্ষিত ছিল।
