ফুল কে ভালোবাসে সবাই ভালো বাসে কিন্তু, ব্যবহার করে ফেলে দেয়, একটা ফুল গাছ কে যত্ন করে আগলায়া রাখতে ঐ ফুলটা সতেচ থাকবে, ওর বেচে থাকার দিন থেকে আরো বেশি দিন সতেচ থাকবে, তাই ফুলকে ভালোবাসা গাছ থেকে ছিড়ে ব্যবহার করে ফেলে দেওয়াকে বলে না, তাকে গাছে রেখে যত্ন নেওয়ার তার গ্রার্ণ নেওয়া টাই ফুলের প্রতি ভালোবাসা,
প্রতিটি মানুষ ও ফুলের মতো নিস্পাপ থাকে, শুধু ভালোবাসা অভাবে নষ্ট হয়ে ঝরে পড়ে যায়,