মৃত্যু

코멘트 · 85 견해

যদি একদিন মরে যেতেই হবে তাহলে কিসের এত অহংকার, কিসের এত দুনিয়াবি মায়া!

রাসূল ( সা:)  বলেছেন, মৃত ব্যক্তির জন্য ঐ সময়টা খুব কষ্টের হয়,যখন তাকে তার গৃহ হতে বের করা হয় এবং তার পরিবারের সবাই তার জন্য কার্দতে থাকে।

এর চেয়ে বেশি কষ্ট হয় তখন,যখন তাকে কবরে শুয়ায়ে তাকে মাটি দেয়া হয় এবং তাকে একা ফেলে সবাই চলে আসে। 

আরও কষ্ট হয় যখন শরীর হতে কাপড়, অলংকার, আংটি খুলে নেয়া হয়। সেই সময় তার রুহ উচ্চস্বরে চিৎকার করতে থাকে,র চিৎকার জীন ও মানুষ ছাড়া অন্য সবাই শুনতে পায়।

সে তখন চিৎকার করে বলতে থাকে - তোমাদেরকে আল্লাহর কসম আমার শরীরের কাপড় চোপড়,অলংকার ধীরে ধীরে খুলো,যেহেতু এই মাত্র মালাকুল মউতের কঠিন আযাব হতে নিষ্কৃতি পেয়েছি।

যখন মৃত ব্যক্তির দেহ মর্দন করা হয়-  তখন সে বলতে থাকে,হে গোসল  দাতাগণ,আমার দেহে জোরে মর্দন করো না, কেননা মালাকুল মউতের কঠিন আযাবে আমার দেহ, ক্ষত-বিক্ষত হয়ে গেছে। 

যখন মৃতকে কাফন পড়ানো হয় তখন মৃত দেহ বলতে থাকে, হে কাফন দাতাগণ, আমাকে এত তাড়াতাড়ি কাফন পড়াও না,আমার স্ত্রী,সন্তান, আত্নীয়স্বজন,বন্ধুবান্ধবদের শেষ বারের মত দেখতে দাও। তাদের সাথে ইহাই আমার শেষ দেখা। কেয়ামতের আগে আর তাদের সাথে আমার দেখা হবে না।

যখন মৃত ব্যক্তিকে তার বাড়ি থেকে কবরস্থানে নিয়ে যাওয়া হয়,তখন সে বলতে থাকে,হে আমার আত্নীয়স্বজন,তোমাদেরকে আল্লাহর কসম, এত তাড়াতাড়ি আমাকে কবরস্থানে নিয়ে যেওনা,আমার বাড়ি,ঘর,স্ত্রী, কন্যা সবার থেকে বিদায় লওয়ার জন্য একটু সুযোগ দাও।

হে আমার আত্নীয়- স্বজন , আমি আমার স্ত্রীকে বিধবা এবং সন্তানদেরকে এতিম করে যাচ্ছি। তোমরা তাদেরকে কষ্ট দিওনা। তাদের প্রতি অবিচার করো না।

আমি এখন সবকিছু ছেড়ে চলে যাচ্ছি,আর কখনো ফিরে আসব না। তোমরা তাড়াতাড়ি করো না,সবার থেকে বিদায় লওয়ার জন্য সুযোগ দাও।

যখন মৃত ব্যক্তিকে গোরস্থানের দিকে মিয়ে যাওয়া হয়,তখন সে বলতে থাকে হে আমার বংশধর, হে আমার আত্নীয় স্বজন, হে আমার প্রতিবেশী, তোমরা যেন আমার মত দুনিয়ার মায়ায় পড়ে আরাম আয়েশে আখেরাতের কথা ভুলে যেওনা।

তোমরা লক্ষ করে দেখ,আমি আল্লাহর নাফরমানী করে হালাল হারামের প্রতি লক্ষ না করে,যে ধন দৌলত কামায় করেছিলাম তার কিছুই আমার সাথে যাচ্ছে না। সব ওয়ারিশগণ বন্টন করে নিচ্ছে। 

আমার সাথে যাচ্ছে শুধু আমার পাপরাশি।  যাদের জন্য আমি পাপ করেছিলাম তারা বিন্দুমাত্র পাপের ভাগ নিচ্ছে না। 

যখন জানাজার নামাজ শেষে কিছু লোক চলে যেতে থাকে তখন মৃত ব্যক্তি বলতে থাকে - হে বন্ধুগণ তোমাদের সাথে আমার কত ভালবাসা ছিল, এখন কেমন করে আমাকে ছেড়ে চলে যাচ্ছ! দাফনের কাজ শেষ করে আমার জন্য একটু দোয়া করে যাও। 

হে বন্ধুগণ - সত্যিই তোমাদের কাছ থেকে আজ আমি অপ্রিয় হয়ে গেছি। কিন্তু এমন এক সময় ছিলো তোমরা আমাকে না দেখে এক দিনও থাকতে পারতেনা। টাকা -পয়সা, ধনসম্পদ, সবকিছু তোমাদের জন্য রেখে যাচ্ছি,আর কোন কিছু তোমাদের কাছে চাইবো না। শুধু একটু দোয়া করে যাও।

টাকা পয়সা, সবকিছু আমি রেখে গেছি। ভোগ বিলাসে মক্ত হয়োনা। আমার জন্য কিছু দান- খয়রাত করিও,দোয়া কালাম পড়িও,আমার রুহের উপর বখশিশ দিও। মনে রেখ,আমার মত তোমাদেরকেও একদিন চলে যেতে হবে। এতো কিছু জানার পরেও আমাদের দুনিয়ার ভোগ বিলাস দুনিয়ার মায়া ছাড়তে ইচ্ছে করে না। 

হে আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করো এবং তুমি আমাদের মাফ করে দাও। 

[... আমিন...]

코멘트

A product of ASIA BUSINESS SMART PRIVATE LIMITED

Powered by ABS ( P ) Ltd