একজন প্রবাসীকে কখনো কামলা বলবেন না! প্রবাসীরাও মানুষ। তাদের শরীরেও রক্ত মাংস আছে। প্রবাসীদের সম্মান করবেন,তারা রেমিট্যান্স যোদ্ধা। তাদের টাকায় দেশের চাকা ঘুরে। তাদের টাকায় পুরো একটা পরিবার চলে। মাথার ঘাম পায়ে ফেলে প্রবাসীরা প্রবাসের মাটিতে পরিশ্রম করে।
অনেক প্রবাসী নিজে কষ্টে থেকেও পরিবারকে সুখি রাখার চেষ্টা করে যায়। কিন্তু দিন শেষে সেই প্রবাসী ভাল থাকতে পারে না। পরিবারের সকলের আবদার মেটানোর পর তার ভাগ্যে আর কিছু থাকে না। যৌথ পরিবার হলে দুটো হাড়ি পাতিল ছাড়া আর কিছুই জুটে না।