জীবন নিয়ে কোনো অভিযোগ নাই

コメント · 295 ビュー

জীবন নিয়ে হাজারো অভিযোগ থাকার সত্যেও আজ কোনো অভিযোগ নেই, দিবো না কোনো অভিযোগ আল্লাহ তোমার কাছে,

মেয়েদের জীবন বরই অদ্ভুত, না হাসতে পারে না কাদতে,আমি অনেক আশা স্বপ্ন নিয়ে স্বামী র বাড়ি আসছিলাম, আমার জামাই যেমনি হক, কোনো দুঃখ নাই, যা অন্যায় করছে সবই আমাকে পাওয়ার আশায় করছে এই বেভে বসে ছিলাম, কিন্তু যে মানুষ টা কে এতো বিশ্বাস করছি সেই আমায় ঠকায় লো, যার কাছে দুঃখ কষ্ট শেয়ার করি সেই আমার কষ্টে আগাত করে, আচ্ছা পৃথিবীতে এমন কেউ ছিলো না  আল্লাহ যে আমার জন্য কাদে, কেন এতো কষ্ট  দিয়া আমায় জন্ম  দিলা, আমাকে কেন অন্যের গলার বিষ বানাইলা, কেন আল্লাহ,  আমি কি  অন্যায় করছিলাম, আমিওতো আর পাচ টা মানুষের মতো বাচতে চেয়ে ছিলাম, আমাকে দুইটা পরিবার বাচতে দিলো না, সবাই সবার সুখ খোজে, ,  তুমি আল্লাহ পারো, সবকিছু পারো, তাও তোমাকে  আমি অভিযোগ  দিবো, যে দিন এই দুনিয়া থেকে চলে যাবো ঐ,দিন আল্লাহ তোমায় পাবো ঐ দিন আমি তোমায় সব অভিযোগ দিবো, 

コメント

A product of Asiasmartbusiness Pvt Ltd

Marketed by Le Laya Bharat Ltd