গাছ শুধু গাছ নয়… এটা একটা প্রাণ… আর সেই প্রাণই একদিন তোমার জীবন বাঁচাতে পারে! 🌳❤️
ভেবে দেখো, একদিন যদি চারপাশে একটা গাছও না থাকে… না থাকবে ছায়া, না থাকবে ঠান্ডা বাতাস, না থাকবে পাখির কিচিরমিচির, আর সবচেয়ে ভয়ের কথা — থাকবে না শুদ্ধ অক্সিজেন! 😨
কিন্তু তুমি জানো? একটা ছোট্ট গাছের চারা আজ যদি তুমি লাগাও, কয়েক বছর পর সেটা হবে একটা সবুজ ছাতা, একটা প্রাণের কারখানা, একটা নতুন জীবন।
আজকের একটা ছোট গাছই হতে পারে তোমার সন্তানের খেলার ছায়া, পথচারীর বিশ্রামের জায়গা, হাজার প্রাণের আশ্রয়।
🌿 একটা গাছ লাগাও, একটা প্রাণ বাঁচাও। 🌿 একটা গাছ লাগাও, নিজের ভবিষ্যৎ সাজাও।

Md Shamim
Izbriši komentar
Jeste li sigurni da želite izbrisati ovaj komentar?