🚩ফলস ফ্ল্যাগ? আবারো!
ঠিক যখন ইউএস ভাইস-প্রেসিডেন্ট জে ডি ভান্স ডান্ডিয়া সফরে, তখনই কাশ্মীরের পেহেলগামে হামলা!
এই সিনারিও নতুন নয়—২০০০ সালে বিল ক্লিনটনের ভারত সফরের সময় চিত্তিসিংপুরায় ৩৫ শিখকে হত্যা করা হয়েছিল। দায় চাপানো হয়েছিল পাকিস্তানী আলেমদের উপর, তদন্ত ছাড়াই। এরপর থেকেই দক্ষিণ এশিয়ার মুসলিমদের ইউএস ফরেইন পলিসিতে টার্গেট করা শুরু হয়।
এবারও সেই পুরোনো ছক!
ডান্ডিয়া সাম্প্রতিক সময়ে ধর্মীয় ইস্যুতে ওয়াশিংটনের চাপে আছে—তাদের প্রাইম ইন্টেলিজেন্স অর্গ নিষিদ্ধের পরামর্শ পর্যন্ত এসেছে। নিজের ভাবমূর্তি বাঁচাতে ও মুসলিমদের সন্ত্রাসী দেখাতে আবারও সাজানো নাটক!
