একটি অ্যাকশন দৃশ্যেই ৩ হাজার শিল্পী, কী আছে গল্পে।
দর্শক আকৃষ্ট করতে সিনেমার প্রযোজক, পরিচালক ও শিল্পীদের চেষ্টার অন্ত নেই। নতুন প্রজন্মের দর্শক অ্যাকশন পছন্দ করে। তাদের সেই চাহিদার কথা মাথায় রেখে দক্ষিণ ভারতের সিনেমায় দেখা যায় মারপিটের ছড়াছড়ি। সিনেমার বেশিরভাগ বাজেট ব্যয় হয় অ্যাকশনের জন্য।
তেমনই এক সিনেমা হতে যাচ্ছে ‘এসএসএমবি২৯’। ‘বাহুবলী’ ছবির নির্মাতা এস.এস. রাজামৌলি এটি তৈরি করছেন। এতে প্রধান ভূমিকায় অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা মহেশ বাবু। তার সঙ্গে থাকবেন প্রিয়াঙ্কা চোপড়া, পৃথ্বীরাজ সুকুমারণ মতো সুপারস্টারেরা।
#best #viral #foryou #bdgirls #fashionshow #reels #selfyclub #trending #hotgirls #hotphoto #like
#choncholsa

Md Nurjaman Mia
מחק תגובה
האם אתה בטוח שברצונך למחוק את התגובה הזו?