মেঘলা দিনের শুভ সকাল
ঘুম ভাঙে ধোঁয়াটে আলোয়,
নরম মেঘে ঢেকে আছে প্রান্তর-আকাশ।
রোদের বদলে বৃষ্টি–গন্ধে ভরা,
নতুন সকাল, স্নিগ্ধ ও নিরব আশ্বাস।
চুপচাপ বাতাসে কাঁপে পাতার গান,
কফির কাপ হাতে নিঃশব্দ মন।
মেঘের ছায়ায় জেগে ওঠে স্বপ্ন,
আজকের সকালটা একটু ভিন্ন ধরণ।
আকাশ কাঁদে না, শুধু ভাবে,
শান্তির গল্প শোনায় বাতাস।
মেঘলা এই দিনেও, বিশ্বাস রাখো—
আছে আশার এক নতুন ইতিহাস।
Turn Brand
コメントを削除
このコメントを削除してもよろしいですか?