বৃষ্টির দিনে
বৃষ্টির দিনে ভিজে যায় স্মৃতিরা,
জলকণায় জেগে ওঠে প্রিয় মুখ।
পথে জমে কাদামাটি আর ছায়া,
মনটা খুঁজে ফেরে এক পুরোনো সুখ।
চায়ের কাপে ধোঁয়া তুলে গান বাজে,
জানালায় টুপটাপ বৃষ্টির ছন্দ।
হৃদয় যেন গল্প হয়ে যায়,
যেখানে তুমি—আর আমি নিঃশব্দ বন্ধ।
ছাতা ছাড়া হাঁটতে ইচ্ছে করে,
মেঘলা আকাশে খুঁজে ফিরি রঙ।
হয়তো এই বৃষ্টি জানে, কতোটা
তোমার ছোঁয়া আমার ভেতর ঢং।
বৃষ্টির দিনে, তুমি ছিলে পাশে,
আজ নেই, তবুও আছো আশেপাশে।
বৃষ্টির শব্দে আমি শুনি তব নাম—
ভিজে যায় হৃদয়, ভিজে যায় গোপন কাম।
Arif Arian Official
コメントを削除
このコメントを削除してもよろしいですか?
Arif Arian Official
コメントを削除
このコメントを削除してもよろしいですか?
Rifat Hasan
コメントを削除
このコメントを削除してもよろしいですか?
Nirjhor Opu
コメントを削除
このコメントを削除してもよろしいですか?
Nirjhor Opu
コメントを削除
このコメントを削除してもよろしいですか?