Otkriti postovi

Istražite zadivljujući sadržaj i različite perspektive na našoj stranici Otkrijte. Otkrijte svježe ideje i uključite se u smislene razgovore

নাম ধরে ডাকা
সে যখন প্রথম নাম ধরে ডাকল, তখন থেকেই প্রেম।

বেলুন আর প্রেম
মেলায় একটা বেলুন কিনে দিয়েছিলো, আজও বেলুনটা মনে আছে, যেমন ওকে।

পত্র লেখা
চিঠিতে লেখা ছিল—"তুই থাকলে আমি থাকি।"

চোখের ইশারা
কোনোদিন বলিনি, তবু সে জানত আমি ভালোবাসি।

রাত্রির কথা
রাত জেগে ফোনে কথা—একেকটা শব্দে প্রেম জমা হতো।

হাসিমুখ
ওর হাসির জন্য সব দুঃখ সহ্য করা যায়।

দুই শহর, এক মন
দূরে ছিলাম, কিন্তু মন একসাথে ঘুমাতো।

ফুলের দোকান
ওর জন্য রোজ একটা করে ফুল কিনতাম, এখন ফুলটা ও-ই।

প্রথম স্পর্শ
হাত ধরে হাঁটা—পৃথিবীর সবচেয়ে নিরাপদ অনুভব।

হাতে বানানো চকলেট
সে আমার জন্য চকলেট বানিয়েছিল, আমি তার জন্য স্বপ্ন।

A product of Asiasmartbusiness Pvt Ltd

Marketed by Le Laya Bharat Ltd