Upptäck inlägg

Utforska fängslande innehåll och olika perspektiv på vår Upptäck-sida. Upptäck nya idéer och delta i meningsfulla samtal

আমাকে কেমন লাগে বলো

image
AL AMIN RIAZ ändrade sin profilbild
22 i

image

"একটি মেয়ে, স্বপ্ন ছিল তার—একটি ভিডিও ভাইরাল হবে, সবাই তাকে চিনবে। বিল্ডিংয়ের ছাদে দাঁড়িয়ে ক্যামেরা অন করেছিল, হাসছিল, ভেতরে কত আশা। কিন্তু হঠাৎ এক ভুল পা… আর মুহূর্তেই সব কিছু শেষ। নিচে পড়ে গেল, হাত-পা চিরদিনের জন্য বিকল।
হ্যাঁ, সেই ভিডিও ঠিকই ভাইরাল হলো—হাজারো মানুষ দেখলো, শেয়ার করলো, কাঁদলো।
কিন্তু জানো তো? ভাইরাল হওয়ার পেছনে কত কষ্ট, কত ত্যাগ, আর কত যন্ত্রণা লুকিয়ে থাকে, সেটা কেউ ভাবে না।
এই ভাইরালই আজ তার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি হয়ে দাঁড়িয়েছে।
সতর্ক থাকো, সুরক্ষিত থাকো—কারণ একটি মূহূর্তের ভুল সারাজীবনের কান্না হয়ে যেতে পারে।"

একটি হরিণ কাঁদার মধ্যে আটকে গিয়েছিল—লড়ছিল বাঁচার জন্য, কিন্তু একা পারছিল না। একজন মানুষ এগিয়ে এলো, টেনে তুলল তাকে মৃত্যুর মুখ থেকে। ঠিক সেই সময় হাজির হলো এক ক্ষুধার্ত বাঘ। সবার মনে আতঙ্ক—এই বুঝি সব শেষ! কিন্তু হরিণটির কাঁপা শরীর আর ভেজা চোখে বাঁচার আকুতি দেখে থমকে গেল বাঘ। দৃষ্টি নরম হয়ে এল, হিংস্রতা হঠাৎ মানবতায় রূপ নিল। সে ফিরে গেল নীরবে, হরিণটিকে মুক্ত করে দিল। কারণ হৃদয় যার আছে, দয়া তার ভিতরেও জাগে—সে মানুষ হোক বা বাঘ।

image

image

কার কার পচন্দ? হাত তুলুন

image

শিক্ষকঃ বলত এভারেস্ট কোথায়?

ছাত্রঃ জানি না।

শিক্ষকঃ এটাই জানো না! কানে ধরে বেঞ্চের উপর দাড়ালেই সব জানতে পারবে!

ছাত্রঃ কেন স্যার? কানে ধরে বেঞ্চের উপর দাড়ালে এভারেস্ট দেখা যাবে?
#chfunclub

একটি শক্তিশালী ভবিষ্যৎ গড়তে আমরা একটি প্ল্যাটফর্মে একত্রিত হচ্ছি। চলুন, সবাই মিলে একসাথে কাজ করি, পরস্পরের পাশে দাঁড়াই, আর এগিয়ে যাই সাফল্যের নতুন উচ্চতায়। আপনার অংশগ্রহণই আমাদের পথচলাকে আরও মজবুত করবে। আজই যুক্ত হোন—আমরা একসাথে অনেক দূর যাব!

এরা #ধর্ষণকারী এদের ছবি বেশী বেশী শেয়ার করে ছড়িয়ে দেন।যাতে সমাজে এদের বয়কট করে। #ধর্ষণ

image

A product of Asiasmartbusiness Pvt Ltd

Marketed by Le Laya Bharat Ltd