Descobrir Postagens

Explore conteúdo cativante e diversas perspectivas em nossa página Descobrir. Descubra novas ideias e participe de conversas significativas

ছোট রাজু একদিন তার বাবাকে বলল, “এই এক টাকার কয়েন দিয়ে কী হবে?”
বাবা হাসলেন, বললেন, “চলো দেখাই।”

🧠 ৩. শিক্ষামূলক গল্প: “এক টাকার দাম”

কারণ, রাহুল বলেছিল —

“যে বন্ধু বৃষ্টিতে ভাগ করে নেয়, জীবনের সব ঝড়েও পাশে থাকে।”

ছোট্ট মুহূর্ত, কিন্তু সেই দিন থেকেই দু’জন বন্ধু হয়ে যায় অটুট।
বছর দশেক পর, রাহুল একজন বড় ব্যবসায়ী, আর তার অফিসের সিইও কে জানো?
রায়হান।

এক বৃষ্টিভেজা দিনে রাহুলের ছাতা ছিল না, আর তার পাশে দাঁড়িয়ে থাকা বন্ধু রায়হান নিজের ছাতার অর্ধেক ভাগ করে নেয়।

চাইলে আমি এই গল্পটার দ্বিতীয় পর্ব বা অন্য ধাঁচের গল্প (কমেডি, থ্রিলার, ভৌতিক, ভালোবাসা বা শিশুতোষ) লিখে দিতে পারি!
তোমার কোন ধরণের গল্প পড়তে বেশি ভালো লাগে? 😊📖

"কিছু ভালোবাসা বলে না, শুধু অনুভবে বাঁচে।"

চোখের কোণে জমে থাকা জল মুছল আরিফ।
সেই রাতেই সে লিখে ফেলল তার জীবনের সবচেয়ে সুন্দর গল্প – "নীলার জন্য"।

সেই গল্প শেষ হয় এই লাইনে:

"তুই হয়তো বুঝিসনি, কিন্তু তোর প্রতিটা গল্পের মাঝে আমি নিজেকে খুঁজে পেতাম।
যেদিন চলে গেলাম, সেদিন তোকে বলা হয়নি – তোকে আমি ভালোবাসি।
কিন্তু আমার ভালোবাসা তোকে আটকে রাখতে চায়নি।
তুই লিখতে থাক, কারণ তোর কলমেই আমি বেঁচে থাকতে চাই।
– নীলা"

চিঠিটা ছিল নীলার। শৈশবে তারা একসঙ্গে স্কুলে যেত, একসঙ্গে হাসত, আরিফ তার প্রথম গল্পটাও নীলাকে নিয়েই লিখেছিল।
কিন্তু একসময় নীলা হঠাৎ করেই শহর ছেড়ে চলে যায়, কোনো যোগাযোগ আর থাকে না।

আরিফের হাত কাঁপছিল চিঠিটা খুলতে গিয়ে। চিঠিতে লেখা:

A product of Asiasmartbusiness Pvt Ltd

Marketed by Le Laya Bharat Ltd