চল তাহলে! তোমার জন্য হাজির করছি 😄 “রাহাতের খাওয়া ট্যাপা” সিরিজের পর্ব ১৬ থেকে ২৫ — আরও ১০টা মজার, খাই খাই, ফানি গল্প! রাহাতের খাওয়ার অজুহাত, দার্শনিকতা আর পেটপূজার যুক্তি শুনে তুমি না হেসে থাকতে পারবে না! 🍽️😂
🍟 ১৫. আলুর মহাত্ম্য মা: "তুই সবজিতে আলু ছাড়া কিছু খাস না কেন?" রাহাত: "মা, আলু সবার সঙ্গে মানিয়ে চলে। ও হচ্ছে ‘বন্ধুত্বের সবজি’। আমি তো বন্ধুত্বপ্রেমী!" মা: "তোরে দিয়ে একদিন আলু দিবস পালন করতে হবে!" 🥔😄
🍔 ১৩. বার্গার বিপদ আব্বু: "রাহাত, এই মাসে কতবার বার্গার খেলি?" রাহাত (গুনতে গুনতে): "আব্বু, আমি তো শুধু বার্গার গুনিনি, আমি চেয়েছিলাম ক্যালরি গণনা করতে!" আব্বু: "তার মানে বার্গার খাওয়াই ছিল গবেষণার অংশ?" রাহাত: "হ্যাঁ, আমি বার্গার বিজ্ঞানী!" 🔬🍔😆