একটি হরিণ কাঁদার মধ্যে আটকে গিয়েছিল—লড়ছিল বাঁচার জন্য, কিন্তু একা পারছিল না। একজন মানুষ এগিয়ে এলো, টেনে তুলল তাকে মৃত্যুর মুখ থেকে। ঠিক সেই সময় হাজির হলো এক ক্ষুধার্ত বাঘ। সবার মনে আতঙ্ক—এই বুঝি সব শেষ! কিন্তু হরিণটির কাঁপা শরীর আর ভেজা চোখে বাঁচার আকুতি দেখে থমকে গেল বাঘ। দৃষ্টি নরম হয়ে এল, হিংস্রতা হঠাৎ মানবতায় রূপ নিল। সে ফিরে গেল নীরবে, হরিণটিকে মুক্ত করে দিল। কারণ হৃদয় যার আছে, দয়া তার ভিতরেও জাগে—সে মানুষ হোক বা বাঘ।
A product of Asiasmartbusiness Pvt Ltd
Marketed by Le Laya Bharat Ltd
AR Ataur Rahman
حذف التعليق
هل أنت متاكد من حذف هذا التعليق ؟