এই ছবিটা কি আপনাকে লজ্জা দেয় না❓
তারা কেবল মাতৃভূমিকে রক্ষার জন্য নয়, মুসলিমদের শেষ বাসস্থান রক্ষার জন্য লড়াই করছে। তারা কারো মুখাপেক্ষী নয়,নিজেদের যা আছে তাই নিয়ে প্রতিরোধ করছে, আর আমরা শুধু তাকিয়ে দেখছি।
লজ্জিত হও জাতি
✍️@sazzadofficile
উত্তরা 11 নম্বর সেক্টর জামিয়া মসজিদের অপরাজিতা নিউ ফুজি কালার সামনেই দিয়ে যারা সকালবেলা অফিসে যাতায়াত করেন, তাদের কাছে সবিনয় অনুরোধ করছি। কম টাকায় হোমমেড নাস্তা করতে চাইলে এখানে চলে আসবেন। একজন ভদ্রমহিলা এখানে নাস্তা বিক্রি শুরু করেছেন। এই ভদ্রমহিলা হয়তো অভাবগ্রস্ত হয়ে ক্ষুদ্র মূলধন নিয়ে রাস্তায় ব্যাবসা করতে নেমেছেন। আপনাদের সহযোগিতায় ওনার জন্য আগামী দিনের পথ চলা সহজ করে দিবে, দয়া করে নিজে তাকে হেল্প করুন খাবার কেনার মাধ্যমে, এবং অন্য কে উৎসাহিত করুন ....🙏
আমি খুব সামান্য কেউ। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায় এই পথ চলা। সবসময় পাশে থাকবেন। এক জীবন কৃতজ্ঞ থাকবো।??
A product of ASIA BUSINESS SMART PRIVATE LIMITED
Powered by ABS ( P ) Ltd
MD. HARUN OR RASHID JINNAH Harun
删除评论
您确定要删除此评论吗?