স্বপ্নপূরণের প্রথম ধাপ—সঞ্চয়ের অভ্যাস

মন্তব্য · 12 ভিউ

টাকা জমানোর অভ্যাস একদিনে গড়ে ওঠে না। তবে যেদিন আপনি এর মূল্য বুঝতে পারবেন, সেদিন নিজেকেই ধন্যবাদ জানাবেন।

ভ্যাস একদিনে গড়ে ওঠে না। তবে যেদিন আপনি এর মূল্য বুঝতে পারবেন, সেদিন নিজেকেই ধন্যবাদ জানাবেন।"

ছোটবেলা থেকেই দেখেছি বাবা-মা কত যত্ন করে সামান্য আয় থেকেও সঞ্চয় করতেন। নতুন জামা কেনার শখ, বেড়াতে যাওয়ার ইচ্ছা—সবকিছু তারা নিয়ন্ত্রণ করতেন ভবিষ্যতের নিরাপত্তার কথা ভেবে। তখন বুঝিনি, কিন্তু এখন নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বুঝি—সঞ্চয়ের প্রয়োজনীয়তা কতটা বিশাল।



আকস্মিক বিপদের দিনে সঞ্চয়ের অবদান

কয়েক বছর আগে পরিবারের একজন সদস্যের হঠাৎ বড় অসুস্থতা আমাদের দারুণভাবে নাড়িয়ে দিয়েছিল। চিকিৎসার বিশাল খরচ শুনে প্রথমে ভীষণ ভয় পেয়েছিলাম। তবে ধন্যবাদ সেই নিয়মিত সঞ্চয়কে—যার ফলে ঋণের বোঝা ছাড়াই আমরা সেই কঠিন সময় পার করে উঠতে পেরেছিলাম। তখন সত্যিকার অর্থেই উপলব্ধি করেছিলাম, টাকা জমিয়ে রাখার শক্তি কীভাবে জীবন বাঁচাতে পারে।



স্বপ্ন পূরণের সোপান

ছোটবেলা থেকেই নিজের একটি বাড়ি কেনার স্বপ্ন ছিল। প্রথম চাকরির দিন থেকেই সিদ্ধান্ত নিয়েছিলাম, সামান্য হলেও বেতন থেকে কিছু অংশ জমাব। মাঝেমধ্যে ইচ্ছা করত দামি মোবাইল কিনতে বা বিলাসী খরচ করতে, কিন্তু সেই ইচ্ছাগুলো সংযত করেছিলাম। কয়েক বছরের ধারাবাহিক সঞ্চয়ের ফলেই আজ নিজের ছোট্ট বাসার চাবি হাতে পেয়েছি—নিজের টাকায়, নিজের পরিশ্রমে!



মানসিক শান্তি ও আত্মবিশ্বাস

টাকা জমার আরেকটি অমূল্য দিক হলো মানসিক শান্তি। এখন কোনো আকস্মিক সমস্যা আসলেও জানি, কিছুটা হলেও প্রস্তুত আছি। এই আত্মবিশ্বাস আমাকে জীবন নিয়ে বেশি সাহসী করে তুলেছে, সিদ্ধান্ত নিতে সহজ করেছে। মনে হয়, সত্যিকারের স্বাধীনতার একটি বড় অংশই আর্থিক সুরক্ষার ভেতরে লুকিয়ে আছে।

 

ছোট ছোট সঞ্চয়ই একদিন বড় স্বপ্নের ভিত্তি গড়ে তোলে। টাকা জমানো মানে শুধু ভবিষ্যতের চিন্তা নয়; এটি জীবনের প্রতি একটি দায়িত্বশীল দৃষ্টিভঙ্গি। আজ যেটাকে ত্যাগ মনে হচ্ছে, কাল সেটাই হবে আপনার সবচেয়ে বড় শক্তি।

তাই দেরি নয়—আজ থেকেই টাকা জমানোর অভ্যাস গড়ে তুলুন, ভবিষ্যতের নিজের জন্য একটি সুন্দর উপহার তৈরি করুন।

মন্তব্য

A product of ASIA BUSINESS SMART PRIVATE LIMITED

Powered by ABS ( P ) Ltd