কবিতা

코멘트 · 20 견해

এরকম কবিতায় পেতে আমাকে ফলো করুন

? গ্রাম বাংলা ?  

মোঃ রাসেল রানা 

 

সবুজ মাঠে হাসে ধান,  

পাখির গানে ভোরের গান।  

কাদামাটি সোঁদা গন্ধে,  

মনটা যেন হারায় স্বন্ধে।

 

তাল গাছ, খেজুর গাছে,  

হেলে দুলে বাতাস নাচে।  

আকাশ জোড়া সাদা মেঘে,  

ছেলেবেলার স্মৃতি জেগে।

 

পুকুর পাড়ে হাঁসের দল,  

সাঁতরে চলে দোলাদোল।  

নদী বেয়ে নৌকা চলে,  

জেলে ভাই যায় জাল তলে।

 

খেতের পাশে বাঁশের বাড়ি,  

তাতে যেন সুখের হাড়ি।  

গরু বাছুর মাঠে ঘুরে,  

রোদ্দুরে খেলে ধুলোর তরে।

 

নরম ধানে শিশির পড়ে,  

সূর্য উঠে লাল রঙ ধরে।  

প্রকৃতি মা বুক ভরে,  

সবুজ ছায়ায় রাখে জড়িয়ে।

 

এইতো আমার গ্রাম বাংলা,  

মাটির গন্ধে গাঁথা মালা।  

শান্তির ঘ্রাণ, ভালোবাসার ঘর,  

এই বাংলাই হৃদয়জুড়া পর।

 

Posted by: ABC IDEAL SCHOOL  

코멘트

A product of ASIA BUSINESS SMART PRIVATE LIMITED

Powered by ABS ( P ) Ltd