ভালোবাসার মানুষ কে কখনো ভুলা যায় না, কারন তাকে আমি ভালোবাসি, ছেলেরা খুবই স্বার্থ পর হয়, খুব সহজে ঘৃনা করতে জানে, খুব সহজে ভালোবাসতে জানে না, আমি আমার ভালোবাসা রাগে মধ্যে প্রকাশ করি, যে মানুষ টা আজও বুঝলো, শুধু বোঝলো আমি রাগা রাগি করি, দিলাম ছেড়ে রাগ অভিমান,এই রাগ অভিমান ছেড়ে দিলো আমায় আবার খোজবে না তো, আমি জানি আমি তোমার মনের মতো হতে পারনি, কিন্তু তুমি জানো আমি অনেক চেষ্টা করেছি, তারপর আমার ভালোবাসা তুমি গ্রহন করতে পারো নি, বিদায় বন্ধু , বিদায় আর জ্বালাবো না তোমায়, ভালো থেকো
Поиск
популярные посты