কাঁচা আমের কথা মনে হলেই সেই ছোট্ট বেলার কথা মনে পড়ে।পাড়ার বন্ধুদের সাথে কত মজা করে আমরা কাঁচা আম খেয়েছি।কেউ লবন আর কেউ মরিজের গুড়া নিয়ে হাজির হত।কেউ ছুরি,আচরা নিয়ে বসে যেত আসরে।চুরি করে এই গাছ ঔই গাছ থেকে আম পেরে আনতো।তারপর সবাই মিলে মজা করে কাঁচা আম খেতাম।কত মজার ছিলো দিনগুলি।
Cerca
Post popolari