Rajbari Time Cover Image
Rajbari Time Profile Picture
Rajbari Time
@rajbaritime
3 människor gillar det här
01794416377

🌟 *স্বামীকে প্রশংসা করার দিন* 🌟

আজকের দিনটি সেই বিশেষ দিন, যখন আমরা জীবনের সেই মানুষটিকে একটু আলাদাভাবে ধন্যবাদ জানাতে পারি, যিনি নীরবে-নিভৃতে আমাদের পাশে থেকে ভালোবাসা, সহানুভূতি আর নির্ভরতার ছায়া হয়ে থাকেন — আমাদের *স্বামী*।
এই দিনটি শুধুমাত্র ভালোবাসা প্রকাশের নয়, বরং তাঁর *ত্যাগ, পরিশ্রম, দায়িত্ববোধ এবং প্রতিদিনের ছোট ছোট ভালোবাসার মুহূর্তগুলোর* প্রতি কৃতজ্ঞতা জানানোর দিন।

একজন স্বামী কেবল জীবনসঙ্গী নন, তিনি অনেক সময় বন্ধু, অভিভাবক, অনুপ্রেরণা এবং জীবনের সবচেয়ে নির্ভরযোগ্য আশ্রয়। তাই আজ তাকে বলুন –
*“তুমি আছো বলেই আমার পৃথিবীটা এত সুন্দর।”*
ছবি : সংগৃহীত

image

তিনদিন ব্যাপী বৈশাখী মেলা অনুষ্ঠিত
মো: মফিদুল ইসলাম সরকার,স্টাফ রিপোর্টার :
স্মরণ কালের স্মরণীয় ও জমকালো আয়োজনের মধ্যে দিয়ে শেষ হলো দেওয়ান ইদ্রিস ল কলেজে ডা. সালাহউদ্দিন বাবু’র তত্ত্বাবধানে তিনদিন ব্যাপি উৎসব বৈশাখী মেলা।
মেলার ব্যাপারে স্বর্ণপদক প্রাপ্ত কবি ইলোরা সোমা বলেন, আমার এই ক্ষুদ্র জীবনে এত সুন্দর ও সাবলীল, চমৎকার ও অসাধারণ আয়োজন দেখার সৌভাগ্য হয়নি। তবে এবার ডা. দেওয়ান সালাউদ্দিন বাবু সাবেক সাংসদ তার আয়োজনে সফল ও সার্থক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । যা আমার মনে হয় ইতিহাসে লেখা থাকবে এবং আমাদের অন্তরের অন্তস্তলেও সারাজীবন থেকে যাবে, কখনোই ভোলার নয়।

image

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান আগামীকাল শনিবার (১৯ এপ্রিল) নীলফামারী জলঢাকা উপজেলায় বিশাল জনসভায় বক্তব্য রাখবেন। ডাঃ শফিকুর রহমানের আগমনে জেলার ৬ টি উপজেলায় ব্যাপক প্রচার ও প্রচারনা করছেন দলটির নেতাকর্মীরা।

image

রাজবাড়ীতে গত এক সপ্তাহের ব্যবধানে কেজিতে পনের টাকা বেড়েছে পেঁয়াজের দাম। পনের টাকা বেড়ে বর্তমানে ভোক্তা পর্যায়ে কেজি ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। দাম বৃদ্ধি পাওয়ায় পেঁয়াজের আমদানি বেড়েছে বাজারে। এই দামে ক্রেতারা অসুন্তুষ্ট হলেও খুশি পেঁয়াজ চাষীরা।

চাষিরা বলছেন, পেঁয়াজ চাষে হয়েছে প্রচুর খরচ, দেশের পেঁয়াজেই দেশের চাহিদা মেটানো সম্ভব, তাই প্রয়োজন নেই আমদানির। আর কৃষি বিভাগ বলছে কৃষকের কথা চিন্তা করে পেঁয়াজের খরচ বিবেচনায় একটি দাম নির্ধারনের জন্য সরকারকে সুপারিশ করা হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, সারাদেশে পেঁয়াজ উৎপাদনের তৃতীয় জেলা রাজবাড়ীতে লক্ষ্যমাত্রা ছারিয়েছে পেঁয়াজ আবাদ। রাজবাড়ীতে এ বছর ৩৭ হাজার ২৮৩ হে

image

রাজবাড়ীর দৌলতদিয়া পদ্মা নদীতে বিশাল আকৃতির একটি কাতল মাছ জেলের জালে ধরা পড়েছে। মাছটির ওজন ২২ কেজি। পরে কুমিল্লার এক ব্যবসায়ীর কাছে অনলাইনে মাছটি ৩৭ হাজার ৪০০ টাকায় বিক্রি করা হয়।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ার পদ্মা-যমুনা নদীর মোহনায় জেলে মোহাম্মদ হালদারের জালে মাছটি ধরা পড়ে। নদী থেকে সরাসরি জেলের নৌকা থেকে মাছটি ১ হাজার ৬০০ টাকা কেজি দরে ৩৫ হাজার ২০০ টাকায় ক্রয় করেন দৌলতদিয়া ৫ নম্বর ফেরি ঘাটের শাকিল-সোহান মৎস্য আড়তের স্বত্বাধিকারী মাছ ব্যবসায়ী মোঃ শাহজাহান শেখ সম্রাট।

image
Handla om

Rajbari Times

"আপনার দৈনিক খবর এবং রাজনৈতিক আপডেটের জন্য আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ ঘটনা, পলিটিক্যাল অ্যানালিসিস এবং সমাজের তাজা খবর জানতে এখানেই আসুন।"

A product of ASIA BUSINESS SMART PRIVATE LIMITED

Powered by ABS ( P ) Ltd