চাইনিজ রাইফেলের ২০ রাউন্ড গুলি সহ স্বামী স্ত্রী আটক।
কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফ হ্নীলা ইউনিয়নের চৌধুরী পাড়া অংশুক বৌদ্ধ বিহারের সামনে, টেকনাফ মডেল থানার মোবাইল টিম্- ৭৭ নাইট ডিউটি করাকালীন রঙ্গিখালী থেকে মিনাবাজারগামী একটি সিএনজিকে নিয়মিত তল্লাশীর জন্য সিগন্যাল দিয়ে থামানো হয়।
১১ এপ্রিল দিবাগত মধ্যে রাত সাড়ে ১২ টার সময় একটি সিএনজি তল্লাশি কালে এই গুলি উদ্ধার করা হয়। ধৃতরা হচ্ছে হোয়াইক্যং ইউনিয়নের মিনা বাজারের ঝিমংখালি গ্রামের মৃত হোছন আলী’র ছেলে মোঃ সেলিম(৩৭) ও হায়দার আলীর মেয়ে রাজিয়া আক্তার পুতুনি(৩০)। তারা স্বামী- স্ত্রী।
