প্রত্যেক পুরুষই চায় তার জীবনে একজন সুন্দর নারী থাকুক। কিন্তু সেই সৌন্দর্য শুধু চেহারায় নয় — মনেও হতে হয় সৌন্দর্য। কারণ সময়ের সঙ্গে রূপ ফিকে হয়ে যায়, কিন্তু একটি ভালো মন সারা জীবন হৃদয়ে জায়গা করে নেয়। আসল সৌন্দর্য হলো যে নারী তার ভালবাসা, সম্মান আর সহানুভূতির মাধ্যমে একজন পুরুষের জীবনকে পরিপূর্ণ করে তোলে।