পাকিস্তান সুপার লিগে (পিএসএল) প্রথমবার খেলতে গিয়ে একরাশ হতাশা নিয়ে ফিরছেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার লিটন কুমার দাস। শুরুর আগেই চোটের কারণে তার এবারের পিএসএল অধ্যায় শেষ হয়ে গেল। আঙুলে চিড় ধরা পড়ায় অন্তত দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হচ্ছে এই টাইগার ব্যাটারকে। ইতোমধ্যে তার পরিবর্তে নতুন করে বেন ম্যাকডারমটকে দলে নিয়েছে করাচি কিংস।

image

A product of ASIA BUSINESS SMART PRIVATE LIMITED

Powered by ABS ( P ) Ltd