রিশাদের দলের বিপক্ষে নেমেই পিএসএলে ইতিহাস গড়লেন হোল্ডার
ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে রিশাদ হোসেন জায়গা পাননি একাদশে। তার দলও হেরেছে ম্যাচটা। ম্যাচের বড় নাম জেসন হোল্ডার। উদ্বোধনী ম্যাচে লাহোরের আবদুল্লাহ শফিকের ৬৬ রান কিংবা ইসলামাবাদের কলিন মুনরোর ৫৯ রান ছাপিয়ে বড় ছিল ক্যারিবিয়ান পেসারের ২৬ রানে ৪ উইকেট শিকারের ঘটনা। লাহোর কালান্দার্সকে ১৩৯ রানে আটকে রাখার মূল কৃতিত্বটা জেসন হোল্ডারেরই।
গতকালই প্রথমবার পিএসএলে খেলতে নামা জেসন হোল্ডার তার দুর্দান্ত বোলিং ফিগারের সুবাদে গড়েছেন নতুন রেকর্ড। পিএসএলে নিজের অভিষেক ম্যাচে যেকোন বিদেশি খেলোয়াড় সাপেক্ষে সেরা বোলিং ফিগার এখন ক্যারিবিয়ান এই পেসারের।

Md.Hasibur Rahman
supprimer les commentaires
Etes-vous sûr que vous voulez supprimer ce commentaire ?