📌 কোথায় হারিয়ে গেল মুসলমানদের গৌরব?
একসময় মুসলমানরাই ছিল পৃথিবীর শিল্প, জ্ঞান, এবং বাণিজ্যের প্রধান চালিকা শক্তি। বাগদাদ, কায়রো, দামেশক কিংবা আন্দালুসিয়া—এই সব শহরগুলো ছিল সভ্যতার কেন্দ্র। সেই সময় মুসলিম জাতি চিকিৎসা, জ্যোতির্বিজ্ঞান, গণিত, স্থাপত্য ও শিল্পে নেতৃত্ব দিয়েছে। মুসলমানদের হাত ধরেই এসেছে কাগজ, হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, ব্যাংকিং ব্যবস্থা এমনকি আধুনিক কারখানার অনেক ধারণা।

Md Nurjaman Mia
Xóa nhận xét
Bạn có chắc chắn muốn xóa nhận xét này không?