ঢাকার ইতিহাস
বাংলাদেশের রাজধানী ঢাকা একটি ঐতিহাসিক শহর, যার শিকড় বহু শতাব্দী পুরোনো। ১৬১০ সালে মুঘল শাসক ইসলাম খান ঢাকাকে বাংলার রাজধানী ঘোষণা করেন। 'ঢাকা' নামটি এসেছে ‘ঢাকেশ্বরী’ মন্দির বা ‘ঢাক’ বাজানো থেকে – এমন ধারণা প্রচলিত। লালবাগ কেল্লা, আহসান মঞ্জিলের মতো স্থাপত্য আজও সেই ইতিহাস বহন করে। ব্রিটিশ ও পাকিস্তান শাসনের পর ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশের রাজধানী হয় ঢাকা। আজকের ঢাকা ইতিহাস, সংস্কৃতি ও আধুনিকতার এক অনন্য মেলবন্ধন।
#ঢাকারইতিহাস #রাজধানীঢাকা #dhakahistory #best #viral #foryou
