হযরত মুসা (আ.) ইসলামের একজন গুরুত্বপূর্ণ নবী। তিনি ছিলেন ইস্রাইলites (বনী ইসরাইল) জাতির নেতা এবং আল্লাহর প্রেরিত একজন মহান রসূল। তাঁর জীবন বর্ণিত হয়েছে কুরআনে এবং তাতে তাঁর বার্তা ও ঘটনা মুসলিমদের জন্য শিক্ষণীয়।
জন্ম ও শৈশব
হযরত মুসা (আ.) বনী ইসরাইল জাতির মধ্যে জন্মগ্রহণ করেন, যখন মিশরে ফিরআউনের শাসন চলছিল। ফিরআউন মিশরের শাসক ছিলেন এবং তার শাসন ছিল অত্যাচারী। ফিরআউন বনী ইসরাইলদের ওপর অত্যাচার করত এবং তাদের সন্তানদের হত্যা করতে বলেছিল। এই পরিস্থিতিতে, মুসার মা তাঁকে আল্লাহর নির্দেশে নদীতে ভাসিয়ে দেন। আল্লাহর কৃপায়, শিশুসুলভ মুসা (আ.) নদী থেকে উদ্ধার হয়ে ফিরআউনের পরিবারের হাতে পৌঁছান, এবং ফিরআউনের স্ত্রী তাকে আশ্রয় দ
Md. Hanif
Delete Comment
Are you sure that you want to delete this comment ?