বাবা শব্দটি আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ ও আবেগময়। বাবা হলো সেই ব্যক্তি, যিনি সন্তানকে জীবনের পথ প্রদর্শন করেন, তাদের নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করেন, এবং তাদের সঠিক মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করেন। বাবা শুধু আমাদের জীবনে শৃঙ্খলা আনে না, বরং কঠোর পরিশ্রম, দায়িত্ব এবং ভালোবাসার মাধ্যমে সন্তানের প্রতি তার অকৃত্রিম ভালোবাসা প্রকাশ করে।
বাবার সঙ্গে সম্পর্কের মধ্যে থাকে এক ধরনের গভীর শ্রদ্ধা, নিরাপত্তা এবং আস্থার অনুভূতি। বাবা সন্তানকে শুধু আর্ন্তজাতিক জ্ঞানই দেন না, তাদের শখ, ইচ্ছা এবং স্বপ্নের পেছনে থাকার মাধ্যমে নিজেদের জীবনকেও অর্থপূর্ণ করে তোলেন।
আপনি কি কিছু বিশেষভাবে বাবার সম্পর্কে বলতে চান বা শেয়ার করতে চান ক
MD Abdul Kader
ফলো দিয়ে পাশে থাকবেন❣️
टिप्पणी हटाएं
क्या आप वाकई इस टिप्पणी को हटाना चाहते हैं?
Md. Hanif
टिप्पणी हटाएं
क्या आप वाकई इस टिप्पणी को हटाना चाहते हैं?