রাস্তাগুলো কখনো থেমে যায় না,
কিন্তু সম্পর্ক... থেমে যায় ঠিক তখনই,
যখন পা নয়, মন ক্লান্ত হয়ে পড়ে।

সত্যি কথাটা আপনি মানুন বা না মানুন,
সেটার উপর সত্যের কোনো ভার থাকে না।
যা সত্যি, তা আগুনের মতো—
নিভে গেলেও ছাইয়ে জ্বলজ্বলে থাকে।

আজকাল মানুষের সবচেয়ে দামী সম্পদ হলো সময়।
তাই কারো সাথে সময় কাটানোর আগে ভাবুন—
সে মানুষটা কি সত্যিই তার যোগ্য?
না কি শুধুই অভ্যাস হয়ে গেছে?

অনেকেই আপনার চারপাশে থাকে,
তবে প্রয়োজনের সময়…

A product of LE LAYA BHARAT LIMITED

Powered by LE LAYA BHARAT LIMITED