কেনো তাকে বড় খেলোয়াড় বলছি কারণ ?
আশিক একজন শখের স্কাইডাইভার! মেমফিসে তিনি বাংলাদেশের পতাকা নিয়ে ৪১,৭৯৫ ফুট প্রায় ১২.৭৩৯ কিলোমিটার উচ্চতা থেকে জাম্প করেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের অধীনে তিনি ‘গ্রেটেস্ট ডিস্টেন্স ফ্রি ফল উইথ এ ব্যানার বা ফ্ল্যাগ’ রেকর্ড অর্জন করেন। বাংলাদেশের পতাকা নিয়ে। আমরা এসব নিউজ জানি? জানি না!
হিরো আলম আর ঐ কি রে আ" গুন আ" গুন নিয়ে পরে থাকতে আমরা অভ্যস্ত। এছাড়াও তার বাংলাদেশে একটি প্রাইভেট পাইলট লাইসেন্স রয়েছে।
সেই ছেলেই বিডার চেয়ারম্যান হয়ে কয়েক মাসে তাক লাগিয়ে দিয়েছে। তার হাত ধরে বিনিয়োগ হাবে পরিণত হচ্ছে একটি দেশ।
#viral #bangladesh


Emon Hossain
حذف نظر
آیا مطمئن هستید که می خواهید این نظر را حذف کنید؟